তালা প্রতিনিধি : “ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব কুষ্ঠ দিবস পলিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রবিবার (২৬ জানুয়ারি) সকালে র্যালি বের হয়ে। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার। এ সময় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হোসেন নয়নসহ চিকিৎসক, নার্স ও হাসপাতালের স্টাফরা উপস্থিত ছিলেন।