তালা প্রতিনিধি : তালা উপজেলার ঘোনা আশরাফুল কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুন্না শেখ (১৪) গত ৭ অক্টোবর ভোরে মসজিদে নামাজ পড়তে গিয়ে আর মাদ্রাসায় ফিরে আসেনি। এ ঘটনায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। মুন্না শেখ তালার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মিন্টু শেখের পুত্র। তার পরিবারের লোক জন গত ৪/৫ দিন যাবৎ খোঁজাখুঁজি করে না পেয়ে ভেঙ্গে পড়েছে। যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পান তাহলে ০১৯৪৬৫২৩৮৫৪ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তার পিতা মিন্টু শেখ।