তালা প্রতিনিধি : তালা উপজেলার এইচএম শাহপুর দাখিল মাদ্রাসায় মুজিব কিল্লা ও জেঠুয়া জিসি থেকে বুধহাটা জিসির গরালী কালভার্ট থেকে মেশারডাঙ্গা পর্যন্ত সড়ক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিকালে প্রথমে সড়ক এবং পরে মুজিব কিল্লা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু ও খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার ইউনুসুর রহমান। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খুরশিদ আলম, সহ-সম্পাদক রাজিব হোসেন রাজু, এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএম মোবারক হোসেন, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী মহাতাব উদ্দীন, মহিউদ্দিন মোড়ল, আব্দুল গফুর গোলদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম মোড়লসহ সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজ।
উল্লেখ্য, ১ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে দেড় কিলোমিটার পাকা সড়ক এবং ২ কোটি ৫০ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে মুজিব কিল্লা।
তালায় মুজিব কিল্লা ও সড়কের উদ্বোধন
Leave a comment