তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে সাইফুল ইসলাম ওরফে সবুজ মোড়ল (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার বিকালে উপজেলার চোমরখালী গ্রাম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক চোমরখালী ইনছার মোড়লের ছেলে।
স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম জানান, সাইফুল পাটকেলঘাটা বাজরে ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করতো। সোমবার সকালে বাজারে গেলেও দোকান খোলোনি সে। পরে পাটকেলঘাটা থেকে বাড়িতে গিয়ে সবার অজান্তে কোনো এক সময় ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরে ঘরের দরজা আটকা দেখে তার মা বোন ডাকাডাকি করে এর পর সাড়া না দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কোনো কারণ জানা যায়নি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।