তালা প্রতিনিধি : সারাদেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে তালায় উপজেলা যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে তালা উপজেলা যুবদলের আয়োজনে বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি তালা বাজারের জনতা ব্যাংক থেকে শুরু হয়ে উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্টান্ড সংলগ্ন তিন রাস্তা মোড়ে এসে শেষ হয়। বিশ্বাস ওয়াজেদ আলীর সভাপতিত্বে ও তালা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাঈদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, বিএনপি নেতা সাবেক সার্জেন্ট আব্দুর রহিম, জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মারুফ উল ইসলাম, যুবদল নেতা মীর মিল্টন, সৈয়দ আজম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রভাষক নাছির উদ্দীন নাহিদ, সাবেক ছাত্রনেতা সাংবাদিক খান নাজমুল হুসাইন, নুর ইসলাম বিশ্বাস নুরু, সাংবাদিক জাহাঙ্গীর আলম, লিটন সরদার, মোস্তাফিজুর রহমান রাজু, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক জর্জ আব্রাহাম রাসেল প্রমুখ। এ সময় তালা উপজেলা যুবদল, জাসাসসহ বিএনপির শত শত নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।