তালা প্রতিনিধি : তালা উপজেলার মদনপুর বাজারে লতিফ সরদার ও আলিম সরদারের ক্রয়কৃত জমিতে স্থানীয় আশরাফুলসহ ১০/১৫ জনের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সেলিম সরদার রাতের আঁধারে নির্মানাধীন দোকানঘর দখল করে নিয়েছেন। শনিবার রাতে মদনপুর বাজারে এ ঘটনা ঘটে। এই নিয়ে সাতক্ষীরা জজ আদালতে মামলা চলমান রয়েছে।
স্থানীয় আব্দুস ছাত্তার সরদার ও লতিফ সরদার জানান, মদনপুর বাজারের লক্ষণপুর মৌজার ৫৩৪ নং খতিয়ানে সাবেক ১৫৯ এবং হাল ৪৭৭ নং দাগে মদনপুর বাজার হতে লাউতাড়া বাজার অভিমুখে মৃত খালেক সরদারের নিকট থেকে মৃত. নূর আলী সরদারের পুত্র লতিফ সরদার জমি ক্রয় করে পাঁকা দোকান ঘরের অর্ধেক নির্মান করে ১৯৮৬ সাল থেকে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিল। কিন্তু মৃত খালেক সরদারের পুত্র আওয়ামী লীগ নেতা সেলিম সরদার উক্ত জমি খাস হয়ে গেছে বলে এলাকার কিছু দালালদের মোটা অংকের টাকা দিয়ে রাতের আঁধারে দখল করে নিয়েছে।
দোকানঘর মালিক লতিফ সরদার বলেন, আমরা দুই ভাই মৃত খালেক সরদার ও কাওছার সরদারের নিকট থেকে ৪০ শতক জমির মধ্য থেকে ২ শতক জমি ক্রয় করে বর্তমান মাঠ জরিপ, দাখিলা, নাম পত্তন, ৩০ ও ৩১ ধারায় রায় পেয়েছি। তার পরও কিছু নামধারি বিএনপি নেতাদের ম্যানেজ করে রাতের আধারে আমাদের ক্রয়কৃত দীর্ঘদিনের ভোগ দখলীয় জমিতে ঘর নির্মান করে জবর দখলে নিয়েছে। আমরা এদের কারনে এখন চরম আতংকে রয়েছি। বিষয়টি নিয়ে প্রশাসন সহ সংশ্লিষ্ট উদ্ধর্তন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
তিনি আরও বলেন, এই জমি নিয়ে সাতক্ষীরা জজ আদালতে মামলা চলমান আছে। ১৯৯১ সালের পরে এই জমিটি সরকার খাস খতিয়ান ভূক্ত করেন। মামলা চলমান থাকলেও সহকারী কমিশনার ভূমি অফিস কিভাবে বন্দোবস্ত দেয় আমি বুঝতে পারছিনে।
এবিষয়ে অভিযুক্ত সেলিম সরদার বলেন, জমিটি আমাদের পূর্বপুরুষদের। ১৯৯১ সালের মাঠ জরিপের সময় এটি খাস খতিয়ানভূক্ত হয়। আমি সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে একসনা বন্দবস্ত নিয়েছি। আমার কাগজপত্র বৈধ থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশী বৈঠকে আমরা পক্ষে রায় দেয়ায় দখলে গিয়েছি।
তালায় রাতের আঁধারে দোকানঘর দখল করল আওয়ামীলীগ নেতা

Leave a comment