তালা প্রতিনিধি : তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতির নাটক মঞ্চস্থ করা হলে সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান ও তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির নামে নাটকের সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক জিজ্ঞাসাবাদের দাবি এলাকাবাসীর।
সূত্র জানায়, গত ২১-১২-২৪ তারিখ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জমি সংক্রান্ত ঘটনায় আছিয়া খাতুন(১৯)কে পিটিয়ে ডান হাতের হাড় ভেঙে দেয় প্রতিপক্ষ শহিদুল্যাহ গোলদারসহ ৪জন। এ ঘটনায় তালা থানায় বাদী হয়ে হাসান গোলদার (৬০)সহ ৪জনের নামে এজাহার দায়ের করে। মামলা নং-০৯, তাং ২৫-১২-২৪, ধারা ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ দ.বি.। মামলায় ১নং আসামী শহিদুল্যাহ গোলদার (৩৮)কে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। হাসান গোলদার (৬০) এর প্রিন্ট পর্চা প্রাপ্ত জমি প্রতিপক্ষরা জবরদখল করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম বিরোধ চলে আসছিল।
এ ঘটনায় গত ২৮ডিসেম্বর রাত্র ১১টা ৩০মিনিটের সময় শহিদুল্যাহ গোলদার জেলখানায় থাকাবস্থায় তার ঘরের কাঁথা, কাপড় ছড়িয়ে দিয়ে চোর চোর বলে চিৎকার করে তার স্ত্রীসহ সহযোগিরা। এ ঘটনায় গত ৩০ডিসেম্বর সরেজমিনে তদন্তে গেলে সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মলঙ্গী, মো. হাসান আলী সরদার জানান, রাত্রে চুরি চুরি বলে চিৎকার দেয়, সকালে বলে ডাকাতি। আসল ঘটনা সব সাজানো নাটক বলে দাবি করেন তারা।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর রহমান জানান, পক্ষ-প্রতিপক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারি হলে তালা থানায় মামলা রুজু হয়। উক্ত মামলায় আসামী শহিদুল্যাহ গোলদার গ্রেপ্তার হয়ে জেল হাজতে আটক থাকায় প্রতিপক্ষকে ফাঁসাতে ওই ঘটনার সৃষ্টি করা হয়। ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি।
তালায় রাতে ‘চুরি চুরি’ বলে চিৎকার সকালে ডাকাতির নাটক!

Leave a comment