তালা প্রতিনিধি : তালা উপজেলার মদনপুর ইবতেদায়ি মাদ্রাসা ও মসজিদে দানকৃত সম্পত্তি দখল করে কয়েক লক্ষ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আদলতে মামলা করে বিপাকে পড়েছে ভূক্তভোগী বাদী। মসজিদ-মাদ্রাসা কর্তৃপক্ষের সালিশী বৈঠক উপেক্ষা করে জমি দখল করে গাছ কাটায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
জানাযায়, প্রায় ৩০ বছর পূর্বে তালা উপজেলার মদনপুর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠাকালে কয়েকজন ব্যক্তি ৪২ শতাংশ জমি দান করেন। পরবর্তীতে ভবন সম্প্রসারণ এবং মাদ্রাসার শ্রী বৃদ্ধির লক্ষে মাদ্রাসা কর্র্তৃপক্ষ স্থানীয় শহিদুল ইসলাম গং এর নিকট থেকে ৫ শতাংশ জমি মৌখিক এওয়াজ বিনিময়ের মাধ্যমে ভোগ দখল করে আসছেন। বিপরীতে শহিদুল ইসলাম উক্ত এওয়াজ মূলের সম্পত্তিতে ভোগ দখলে থাকা অবস্থায় ( যার জে এল নং ১১২, এস এ ৫৬ নং খতিয়ানের ২১৪ দাগ, জমিরপরিমান ৫ শতাংশ) গত ৩ নভেম্বর স্থানীয় আবুল কাশেম সরদার উক্ত জমি দখল করে কয়েক লক্ষ টাকার গাছ কেটে সাবাড় করছে।
ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, আমি দীর্ঘ ২২ বছর যাবৎ মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে এওয়াজ মূলে উক্ত জমি ভোগ করছি, বিপরীতে আমার পৈত্রিক জমিতে কর্তৃপক্ষ মাদ্রাসা-মসজিদ নির্মান করেছে, কিন্তু আমি প্রতিষ্ঠানে কোন জমি দান করিনি। বর্তমানে রেকর্ডে ভূল হওয়ায় আবুল কাশেম সরদার জোর পূর্বক আমার জমি দখল করে, আমার লক্ষাধীক টাকার গাছ কেছে নিয়েছে।
এ বিষয়ে দখলদার আবুল কাশেম সরদারের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি প্রতিষ্ঠানে জমি দান করেছি, শর্ত সাপেক্ষ। আমার জমিতে মাদ্রাসা না করায় আমি আইনত জমি ফেরত পাবো, তাই আমার জমিতে আমি দখলে গিয়েছি।
এ বিষয়ে তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, অভিযোগ নিয়ে লোকজন আমার কাছে এসেছিলো। মসজিদ-মাদ্রাসা কমিটির সাথে বসে, মিটিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তালায় লক্ষাধিক টাকার গাছ কর্তণের অভিযোগ!
Leave a comment