তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরায় তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা পৈত্রিক সম্পত্তির উপর শতাধিক কলাগাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘঠেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলা খলিনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে। এই ঘটনায় হাজরাকাটি গ্রামের মৃত আঃ জব্বার বিশ্বাসের ছেলে মোঃ ইমান আলী বিশ্বাস (৬৫) বুধবার তালা থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
মোঃ ইমান আলী বিশ্বাস জানান যে, একই এলাকার আফজ উদ্দীন বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস ও বিল্লাহ বিশ্বাস গং দের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই শুত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে আমার পৈত্রিক সম্পত্তিতে রোপনকৃত শতাধিক কলাগাছ কেটে দেয়। এই ঘটনার বিচার পেতে তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।
তবে ফারুক ও বিল্লাহ বিশ্বাস তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালায় শতাধিক কলাগাছ কর্তণ!
Leave a comment