তালা প্রতিনিধি : রোববার সকালে তালা উপজেলার গোপালপুরে শ্রীরামকৃষ্ণ মন্দিরের উদ্বোধন করা হয়। সকালে মন্দিরের উদ্বোধন করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। সভাপতিত্ব করেন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। তালা প্রেসক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মপ্রকাশানন্দজী মহারাজ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি বিশ^জিৎ সাধু, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ^াস, তালা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জয়দেব কুমার ঘোষ, খুলনা রামকৃষ্ণ আশ্রমের সভাপতি শ্রীমৎ স্বামী ধর্মানন্দজী মহারাজ, গোপালপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী গোপাল পাল এবং সাধারণ সম্পাদক এড. তারক চন্দ্র নন্দী। আলোচনা সভা শেষে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন এবং প্রসাদ বিতরণ করা হয়।