তালা প্রতিনিধি : তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে সুজনশাহা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে নবীন সংঘের উদ্যেগে সিরাত মাহফিল ও সমাবেশ এর আয়োজন করা হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত সিরাত মাহফিলে সভাপতিত্ব করেন নবীন সংঘের ইউনিয়ন সভাপতি মাসুম বিল্লাহ। সাংবাদিক কামরুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সাবেক থানা আমীর ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ইদ্রিস আলী, ইউপি সদস্য আঃ হাকিম, জেলা জামায়াত নেতা প্রভাষক ওমর ফারুক, সাবেক শিবির নেতা ও বর্তমান জেলা জামায়াত নেতা খোরশদ আলম, জেলা জামায়াত নেতা শহিদুল ইসলাম মুকুল প্রমুখ।