তালা প্রতিনিধি : বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জামিন পাওয়ার খবরে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দল আনন্দ মিছিল ও পথসভা করেছে। বুধবার (২৮ আগস্ট) বিকালে তালা প্রেসক্লাব মোড় থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। মিষ্টি বিতরণ করেন যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা। আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনরাস্ত মোড়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি রফিকুল ইসলাম দাদু ভাই, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ্য, কলারোয়া উপজেলায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন নেতাকর্মী। মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্টের ১১নং বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেছেন।
তালায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
Leave a comment