তালা প্রতিনিধি : তালা উপজেলার কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকালে ৫০তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ব ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভিন পাঁপড়ী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশ হালদার, সাধারণ সম্পাদক শেখ সজীবুদ্দৌলা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ। এ সময় ছাত্রদের ফুটবল টুর্নামেন্টে জাগরণী মাধ্যমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে কুমিরা পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে এবং ছাত্রীদের খেলায় গাছা মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে তালা শহীদ কামেল মডেল হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আসাদুল ইসলাম আসাদ। ধারাবিবরণী করেন শিক্ষক মোঃ ওলিউল্লাহ ও শেখ সজীবুদ্দৌলা।