তালা প্রতিনিধি : তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের খড়িয়াডাঙ্গা গ্রামের মধ্যে প্রায় ২ কিলোমিটার রাস্তা পিচের বরাদ্দ হয়। তালা উপজেলার এলজিইডি অধিদপ্তরের অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে রাস্তাটি পিচের কাজ শুরু হলে ও দীর্ঘ ১বছর যাবত রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। আর যাতায়াতের জন্য চরম দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ জনগণ। এদিকে খুলনার সোহেল নামে এক ঠিকাদার উক্ত কাজটি পায়। তিনি যথারীতি কাজ শুরু করেছিলেনন। কিন্তু হঠাৎ অজ্ঞাত কারণে কাজটি বন্ধ রাখে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তা খুড়ে ইটের খোয়া আর বালি ফেলে রেখেছে। কিন্তু রাস্তাটি সমান না করার কারণে যাতায়াত করতে চরম ভোগান্তি পোহাতে হচেছ ঐ এলাকার সাধারণ জনগণের। এটি যেন দেখার কেউ নেই।
খড়িয়াডাঙ্গা গ্রামের অজিত সরকার জানান, রাস্তাটির জন্য চরম ভোগান্তিতে আছি আমরা। সংশ্লিষ্ট ঠিকাদার সেই রাস্তা খুড়ে ইটের খোয়া আর বালি দিয়ে চলে গেছে এক বছর। তার আর কোর খোঁজ নেই।
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, উক্ত ঠিকাদারকে কয়েকবার শোকজ করেছি। কিন্তু তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।