তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। অত্র ইউনিয়নের ১০০৪ টি পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। রবিবার (২৩ মার্চ) সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি কর্মকর্তা শ্যামল কান্তি রায়।
এদিকে একইেিদন জালালপুর ইউনিয়নের সকল প্রাইমারী স্কুল,মাধ্যমিক বিদ্যালয়সহ সকল ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। এ সময় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
তালার জালালপুরে হতদরিদ্রদের মাঝে ঈদের চাল বিতরণ

Leave a comment