সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী ফকিরের ৪দিনব্যাপী ৯২তম সাধু সম্মেলনের তৃতীয় দিনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে তালার শিবপুরে প্রয়াত আধ্যাত্নিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের বাসভবন চত্বরে সাধু সম্মেলনের তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
মানব উন্নয়ন ফাউন্ডেশন তালা ও প্রয়াত সাধকের পরিবার বর্গের আয়োজনে সাধক পুত্র ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে ধর্মীয় আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুভাষিনী দাখিলমাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহা: আবুল হোসেন, মুহা: বাকী বিল্লাহ, সাধক মুহা: আব্দুল কাদের, মুহা: মন্টু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত সাধক মুহা: সসোহেল চিশতী, কুষ্টিয়া থেকে আগত দরবেশ শরিফুল ইসলাম, সাধক আমিন উদ্দীন ভান্ডারী, দরবেশ রুহুল কুদ্দুস, লালন একাডেমীর সাধক আব্দুল কাদের, সাধক আব্দুল রহিম খাঁ বুধো, যশোর সদর থানা মুহা: রাশেল চিশতী, ভোলা থেকে দরবেশ আবুল কালাম প্রমুখ।