॥ তালায় ভূমিজ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত ॥
সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে সাপোর্টিং দ্যা ইউনিটি এ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গনাইজেশনস (সিএসও) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্ট্রগিটি এ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ^াস, মনিমোহন ঘোষ, সুমনা শারমিন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, নুসরাত আইরিন, মোঃ কামাল হোসেন, এস চৈতন্য কুমার দাশ প্রমুখ। এ সময় সফিকুল ইসলাম, আনিসুর রহমান, সোমা সরকার, গাজী জাহিদুর রহমান, এমএ ফয়সাল, সেলিম হায়দার, বিএম জুলফিকার রায়হান, এসএম নাহিদ হাসান, ইমদাদুল ইসলাম, দে অঞ্জন কুমার, শ্যামল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
॥ আইন-শৃঙ্খলা কমিটির সভা ॥
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, মোঃ মোমিনুল ইসলাম, সেখ মাহমুদ হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
॥ পাটকেলঘাটায় গ্রেফতার ২ ॥
উপজেলার পাটকেলঘাটায় পুলিশের অভিযানে দু’জন পালাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো উপজেলার পাটকেলঘাটা থানার মোকসেদপুর গ্রামের মো. নাজিম উদ্দীন সরদারের ছেলে মো. তৌহিদ সরদার (২৩) এবং সরুলিয়া গ্রামের আকবর আলী খানের ছেলে আবু রায়হান (১৮)। গ্রেফতার মো. তৌহিদ সরদার জিআর ৬৯/২৩ মামলা এবং আবু রায়হান জিআর ১/১৪ মামলার পালাতক আসামি। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদেরকে গত রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
॥ এড. মোহাম্মদ হোসেনের গণসংযোগ ॥
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মোহাম্মদ হোসেন গত রোববার বিকালে উপজেলার ফুলবাড়ি, সেনেরগাতী, ধানদিয়া, পোড়ারবাজার ও কলারোয়া উপজেলার সরসকাটি বাজার, চৌরাস্তা, ধানদিয়া, জয়নগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান মালীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগকালে উপস্থিত ছিলেন।
॥ বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন ও বৃক্ষরোপণ ॥
পরিবেশের ভারসাম্য রাক্ষায় বিভিন্ন ফলজ বৃক্ষ রোপন করেছে তালা উপজেলা বসুন্ধরা শুভসংঘ। উপজেলা শুভসংঘের আয়োজনে গত রোববার বিকালে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরের বিভিন্ন ফলজ বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা সাংবাদিক মীর জাকির হোসেনসহ উপদেষ্টামন্ডলী ও উপজেলা বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ। এছাড়া চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বিতরণ করা হবে বলে জানান তারা। এর আগে পুরাতন কমিটি বিলুপ্ত করায় শুভসংঘের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোর হলরুমে কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান টিপুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২৯ সদস্য বিশিষ্ট বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্টা হিসাবে আছেন সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, সাংবাদিক আঃ ছালাম, সাংবাদিক এমএ ফয়সাল, মোঃ রফিকুল মোড়ল ও আরুন কুমার বসু। বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সভাপতি জি এম শফিউর রহমান ডানলপ, সহ সভাপতি মোঃ আফজাল হোসেন, সহ সভাপতি মোড়ল শাহীনউদ্দিন, সহ সভাপতি দিবাশীষ দেবনাথ, সাধারণ সম্পাদক চিন্ময় দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খাঁ, সহ-সাংগঠনিক সম্পাদক মীর নবাব রাসেল, অর্থ সম্পাদক নীল কোমল বসু, দপ্তর সম্পাদক আব্দুল আলীম, নারী বিষায়ক সম্পাদক তামান্না খাতুন, কর্ম ও পরিকল্পনা বিষায়ক সম্পাদক সুকৃতি মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ হামিদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নয়ন ভদ্র, ক্রীড়া সম্পাদক মোঃ পলাশ সরদার, তথ্য ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক হৃদয় ঘোষ, আপ্যায়ন বিষায়ক সম্পাদক রিমা খাতুন, সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদক কাজী আকরামুল হক। কার্যকারী সদস্য শ্রী মনতোষ কুমার, মোঃ ছাব্বির রহমান, মোঃ আমানউল্লাহ, মোঃ আজিজুর রহমান, মোঃ আছাদুল ইসলাম, শ্রী পার্থ কুমার দাশ,মোঃ মফিজুল ইসলাম, তন্ময় দাশ, জেমিন খাতুন ও মোঃ সাগর শেখ।