তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভা সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হোসাইন আহমেদের সভাপতিত্বে এবং কে এম আলীমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম। প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার। বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন ও উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ রাজা মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আনিচুল হক, শ্রমিক লীগ নেতা মোঃ জিল্লুর রহমান নান্নু, ছাত্রলীগ নেতা রাজু শেখ, মেহেদী হাসান আকিব, ইমন মোল্যা, টিটাবুজ্জামান, নাজমুল ইসলাম, রিয়াদ, কাজী আব্দুল্লাহ, ইসমাইল আলিপ, মাহমুদ, রাজিব, মিল্টন, পল্লব, পলাশ চক্রবর্তী, শৈশব, শেখ রুবেল। পরে আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।