তেরখাদা প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ নানাবিধ ভাতা প্রদান করে তাদের মুখে হাসি ফোটাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধি রাষ্ট্রে পরিণত করতে দেশের দারিদ্রতা দূরীকরণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আব্দুস সালাম মূর্শেদী এমপি সোমবার বিকেল ৫টার দিকে তেরখাদার ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল ময়দানে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে তেরখাদা উপজেলায় প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, থানার ওসি সরদার মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান, সেক্রেটারি কে এম আলমগীর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তিনি দুপুর ১টার দিকে তেরখাদা উপজেলা কমপ্লেক্সের অভ্যন্তরীন ইউনি ব্লক রাস্তা, ড্রেন ও ওয়াকওয়ে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেছেন।