তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার পানতিতা দক্ষিণ পাড়া হাওর নামক স্থানে ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাই সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১২ ডিসেম্বর রাত অনুমান ১০টার দিকে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পানতিতা গ্রামের মোঃ রফি মোল্যার ছেলে মোঃ ইকবাল হোসেন(ব্যবসায়ী) উক্ত তারিখ রাত পোনে ১০টার দিকে তেরখাদা বাজার থেকে ডিম বিকিকিনি করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। পানতিতা হাওরের মুসার বাড়ির সামনে(পরিত্যাক্ত বাড়ি) পৌছালে ছিনতাইকারীরা ইকবাল হোসেনের ইজিবাইকের সামনের গ্লাসে ইট মারে। এতে ইজিবাইকের সামনের গ্লাস ভেঙ্গে যায়। ইজিবাইক থামিয়ে এ সময় ছিনতাইকারীরা ইকবাল হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা ৩৯হাজার টাকা ছিনিয়ে নেয়। সে চিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে আসে। এসময় ছিনতাইকারীরা সটকে পড়ে। এ ঘটনার খবর শুনে থানা পুলিশ ঘটনা স্থলে যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক হয়নি।