
জন্মভূমি রিপোর্ট : তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের পানতিতা শেখপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় কেটলি প্রতিকের সমর্থকদের হামলায় নৌকা প্রতিকের নারী-পুরুষসহ নয় জন কর্মী আহত হয়েছেন। তাদের কেউ ধাঁরালো অস্ত্রাঘাতে জখম হয়েছেন, কেউ-কেউ এলোপাতাড়ি মারপিটে আহত হয়েছেন। রোববার রাত ৮ টার দিকে এ অঘটন ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানতিতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতিকের প্রার্থী জয়লাভ করার খবরে একদল কর্র্ম-সমর্থক বিজয় মিছিল নিয়ে শেখপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আসেন। তখন ইকরাম মেম্বারের নেতৃত্বে একদল কর্মী ঢাল, শড়কি, লাঠি-সোটাসহ দেশি অস্ত্র-শস্ত্র¿ নিয়ে তাদের উপর হামলে পড়ে। হামলায় সাবেক ইউপি মেম্বার অরুন মোল্লা, জহুর শেখ, ফরিদ শেখ, অলেকা বেগম, আলিম শেখ, জিহাদ শেখ, শরিফুল শেখ, লাবলু শেখ এবং ইয়ার শেখ আহত হয়েছেন।
সূত্রমতে, আহতদের মধ্যে ধাঁরালো অস্ত্রাঘাতে জখম জহুর এবং ফরিদকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রক্তাক্ত জখম অরুন মেম্বারসহ অন্যরা তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
তেরখাদা থানা পুলিশ হামলার ঘটনায় কয়েকজন আহত হওয়ার তথ্য পেয়েছেন বলে স্বীকার করলেও রাত সাড়ে ১০ টা পর্যন্ত সময়ের মধ্যে কেউ অভিযোগ জানাতে আসেননি বলে দৈনিক জন্মভূমিকে জানিয়েছেন।