জন্মভূমি রিপোর্ট : বীর মুক্তি যোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা কেককাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে খুলনায় বর্নাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১০ বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে নগরীর খালিশপুর পিপলস গোলচত্বরে এশিয়ান টিভির বিভাগীয় কার্যালয়ে কেক কাটা হয়। এশিয়ান টিভির খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, খুলনা এক সময় ছিলো অবহেলিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শি ও অনমনীয় নেতৃত্বে দক্ষিণাঞ্চলের সর্বস্থানে আজ উন্নয়নের ঝোয়া লেগেছে। তাই দক্ষিণাঞ্চলের উন্নয়নে গণমাধ্যমকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, খুলনা অর্থনীতি পত্রিকার সম্পাদক শেখ মোঃ সেলিম, দৈনিক প্রবাহের সহ-সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সিনিয়র রিপোর্টার এইচ এম আলাউদ্দীন, জিটিভির রিপোর্টার শেখ লিয়াকত হোসেন, দীপ্ত টিভি খুলনা প্রতিনিধি ইয়াসীন আরাফত রুমী, আরটিভি’র খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান,আনন্দ টিভির রিপোর্টার আমজাদ আলী লিটন, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নূর হাসান জনি, ষ্টাফ রিপোর্টার হাসানুজ্জামান তানজিল, সিআইএন টিভি টুয়েন্টি ফোর এর সম্পাদক আবু হামজা বাধন, ভোরের কাগজের রিপোর্টার ইমরুল ইসলাম, শাহরিয়া বাবু, আঃ আজিজ, দীপÍ টিভির ক্যামেরাপার্সন মাহাবুবুর রহমান, নিউজ টুয়েন্টি ফোর এর ক্যামেরাপার্সন মোঃ রফিক আলী, জিটিভির ক্যামেরাপার্সন শেখ মোঃ রাখেল, এশিয়ান টিভির ক্যামেরাপার্সন শংকর কুমার বিষ্ণু, কাউন্সিলর মুন্সি আঃ ওয়াদুদ, এস এম ডালিম হায়দার, আওয়ামীলীগ নেতা আঃ সাত্তার লিটন, মোঃ জাকির হোসেন, খালিশপুর থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি শারমিন রহমান শিখা, মহিলা নেত্রী হাজেরা খাতুন, যুবলীগ নেতা আজিজুর রহমান, ছাত্রলীগ নেতা শেখ ইমন সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে মুক্তিযোদ্ধা ও কন্ঠ শিল্পী সহ গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।