
ক্রীড়া প্রতিবেদক : নারী বিশ্বকাপ ফুটবলে গতকাল দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে হারিয়েছে সুইডেন। আমান্ডা ইলেস্টেডের শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত হয় সুইডিশদের। দিনের অপর ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। আর জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে করেছে ফ্রান্স। অপরদিকে উদ্বোধোনী দিনের মতো তৃতীয় দিনেও অঘটন দেখা যায় নারী বিশ্বকাপে। অগ্নিকাণ্ডের কবলে পড়ে স্বাগতিক নিউজিল্যানড। ‘জি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সুইডেন। বল দখল, শট অন টার্গেট সবদিকেই এগিয়ে ছিল তারা। তবে কিছুটা কোনঠাসা থাকলেও ম্যাচে প্রথম গোলের দেখা পায় দক্ষিণ আফ্রিকা। প্রথমার্ধ সমতায় শেষ হলে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় তারা। ম্যাচের ৪৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন হিলদাহ মাগাইয়া। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৬৫ মিনিটে সমতায় ফেরে সুইডেন। গোল করেন ফ্রিডোলিনা রেল্ফো। নিশ্চিতভাবে ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচ। তবে শেষ মুহূর্তে চমক দেখান আমান্ডা ইলেস্টেড। ম্যাচের ৯০ মিনিটে তার জয়সূচক গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সুইডেন। দিনের অপর ম্যাচে স্টেফানি ভ্যান ডের গ্র্যাগটের একমাত্র গোলে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। আর জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স।