জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গা জেলার দর্শনা বারাদী সীমান্ত থেকে ১০০ ভরি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪০ লাখ টাকা।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সকাল ১০ দিকে বারাদী নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় বারাদী সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে বারাদী বিওপি কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ১০টায় নাস্তিপুর সীমান্তের আম বাগানের মধ্যে অবস্থান করে। এসময় বিজিবি টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তিকে এ এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে তাকে চ্যালেঞ্জ করলে তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ব্যাগটির ভিতরে থাকা খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২টি পোটলায় ১ কেজি ১৬৪ গ্রাম বা প্রায় ১০০ ভরি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত এসব স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪০ লাখ টাকা। তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দর্শনা সীমান্ত থেকে দেড় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
Leave a comment