দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার খারিজা-বেতাগী ইউনিয়নের বেতাগী ব্লগ ও রণগোপালদী ইউনিয়নে গুলিআউলিয়াপুর ব্লকে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মুগডাল ফসলের উপর পার্টনার ফিল্ড স্কুল(পিএফএস)-ডাল ও কৃষক সেবা কেন্দ্রে কৃষকদেরকে নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে এই ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলার রণগোপালদী ইউনিয়নের ৫০ জন কৃষক ও কৃষানী অংশ নেয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশনে কৃষকদেরকে সকল বিষয়ে অবহিত করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ আরও জানান, ২টি ইউনিয়নের কৃষকদেরকে মুগডালের উৎপাদন বৃদ্ধির জন্য এই ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।