
আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির জোট গণ অধিকার পরিষদের প্রার্থী ভিপি নুরুল হক নুর এবং বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মমিুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলা বাজারে গত সোমবার রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,পটুয়াখালী-৩(দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতীকের সমর্থকরা একটি মিছিল শেষে নির্বাচনী অফিসে বসে ছিল। হঠাৎ গণ অধিকার পরিষদের নুরুল হক নুরের ট্রাক প্রতীকের সমর্থরা মিছিল নিয়ে অফিসে ঢুকে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। হামলায় ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। হামলা ও ভাংচুরের জন্য একে অপরকে দায়ী করছে। হামলায় নির্বাচনী ক্যাম্পের চেয়ার,টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর হরা হয়। এছাড়া হামলায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের অনুসারী ৩ জন নেতাকর্মী আহত হয়। আহত ৩ জন রাকিবুল ইসলাম জুয়েল,রফিক ও রিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলা ও ভাংচুরের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। দশমিনা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাসনাইন পারভেজ জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

