
দাকোপ (খুলনা) প্রতিনিধি : দাকোপে তথাকথিত চিহ্নিত বিএনপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার বাজুয়া বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অতি বৃষ্টি উপেক্ষা করে দলমত নির্বিশেষে এলাকার শত শত সাধারণ নারী পুরুষ মিছিলে অংশ নেয়। সমাবেশ শেষে মোঃ আরিফ শেখ বক্তৃতায় বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের এক পর্যায় গত ৫ আগস্ট দেশের বিগত প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর একদল বিপদগামী বিএনপি নামধারী নেতারা এলাকায় ভাংচুর, লুটতরাজ ও দখলদারিত্বে মেতে উঠেছে। আন্দোলনকারীদের ভাষ্যমতে চালনা পৌর বিএনপির আহবায়ক শেখ মোজাফফর হোসেনের নির্দেশে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার, বাজুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খান মনিরুল ইসলাম মনি, যুগ্ম আহবায়ক ইমন গাজী ও তাদের অনুসারীরা কামারখোলা ইউনিয়নে হানিফ এর হ্যাচারী লুট, বাজুয়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, বাজুয়া খুটাখালি খেয়াঘাটে অবৈধ ভাবে টোল আদায়, বাজারে নির্মানাধীন ভবন মালিকদের কাছ থেকে চাঁদা আদায়, রামপালের তাপবিদ্যুৎ কেন্দ্রের লোহা ও তামার তার চোরদের মোটা উৎকোচের মাধ্যমে চুরি ও ব্যবসায় সহযোগিতা করা বাজুয়ার খুটাখালি বাজারে সার ও তেল চোরাদের সাথে সক্ষতা। সম্প্রতি স্থানীয় রসুল নামের এক যুবকের বাড়িতে হামলা ও তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে উল্লেখিত বিএনপি নেতাদের দ্রুত অপসারণের দাবি জানানো হয়।