দাকোপ প্রতিনিধি : দাকোপে গীতা পাঠদানকারি মায়েদের মাঝে উত্তরিও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় চালনা বৌমার গাছতলাস্থ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডঃ প্রণব কান্তি গোলদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন ডাঃ সন্তোষ কুমার মজুমদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সুপারভাইজার পার্থ সরকার, অসিত ভূষণ মন্ডল, মদন মোহন রায়, শিক্ষক চিন্ময় বিশ্বাস, শিশির বিশ্বাস, মুক্তিযোদ্ধা মনোজ কান্তি রায়, মোহনলাল সাহা, সমরেন্দ্রনাথ সরকার, শিবপদ মন্ডল, শিবপদ বৈরাগী, পরিমল রায়, জীবন মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সন্ধ্যা মন্ডল, মেরি বিশ্বাস, জিনিয়া বিশ্বাস, শর্মিষ্ঠা সাহা প্রমূখ।