দাকোপ (খুলনা) প্রতিনিধি : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধিনে রাখার দাবিতে খুলনার দাকোপে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারিরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করেন তারা। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, সহকারি নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন। এ সময় এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রাখা হয়। মানববন্ধনে কর্মকর্তারা জানান, ২০০৭ সাল থেকে নিরবচ্ছিন্ন ভাবে দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। হঠাৎ করে সরকারি সিদ্ধান্তে এই পরিসেবাকে স্বাধীন কমিশনের অধিনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যার ফলে নতুন কাঠামো তৈরিসহ অন্যান্য সরকারি অর্থ ব্যয় হওয়ার পাশাপাশি সেবার মান নিম্নমুখী হবে বলে মনে করেন তারা। তাই সরকারের উচিত এই সিদ্ধান্ত থেকে সরে আসা। অন্যথায় কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় রেখে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান। উল্লেখ্য বুধবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালনের ঘোষণা করেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপসচিব মোহাম্মদ মনির হোসেন।