
দাকোপ (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে দুইদিন ব্যাপি দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জার্মান সরকারের অর্থায়নে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার থেকে অনুষ্ঠিত এ কর্মশালা বৃহস্পতিবার সমাপ্তি হয়েছে। প্রশিক্ষণে ইয়ুথ ফর সুন্দরবন সংগঠনের ৩১ জন সদস্য অংশ গ্রহণ করেন। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মেহেবুব হাসান ও ফারজানা আক্তার। এছাড়া রুপান্তরের প্রকল্প কর্মকর্তা সাকী রেজওয়ান, দাকোপের প্রতিনিধি বিপাশা রায়, ইয়ুথ ফর সুন্দরবন সংগঠনের দাকোপ উপজেলার সভাপতি গিরিশ চন্দ্র রায়, শতরুপা মন্ডল, অমিত রায়, রিংকন গাইন, অনিমেষ মন্ডল, নিখিল রায়, তন্নি রায়, জুয়েল মন্ডল, পূজা রায়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

