দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি এনজিও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় পার চালনা আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গনে প্রকল্প সমন্বয়কারি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন আদ্-দ্বীনের টেকনিক্যাল অফিসার মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, সাংবাদিক বিধান চন্দ্র ঘোষ, মামুনুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রতিবন্ধী আরিফ সানা, খাদিজা ইসলাম প্রমুখ। সভা শেষে সফলতার জন্য প্রতিবন্ধী আরিফ সানা, খাদিজা ইসলাম, শুকুর আলি ও কাঞ্চন শেখকে পুরস্কার দেওয়া হয়।