দাকোপ (খুলনা) প্রতিনিধি : দাকোপে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ক্যাপ্টেন মোঃ শাকিল আহম্মেদের সাথে দাকোপ উপজেলা সদর চালনা বাজারের ব্যাবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় চালনা বাজার শ্রী শ্রী গোবিন্দ মন্দির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। চালনা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ব্যাবসায়ী চয়ন সাহার সভাপতিত্বে ও ব্যবসায়ীনেতা গৌমত কুমার সাহা এবং প্রেসক্লাবের সম্পাদক জি.এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সেনাবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ক্যাপ্টেন মোঃ শাকিল আহম্মেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি অসিত কুমার সাহা, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার, প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, চালনা পৌর বিএনপির আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আল-আমীন সানা, মামুনুর রশিদ, বিজয় লক্ষ্মী সাহা, কাউন্সিলর আইয়ুব আলী কাজী, কাউন্সিলর তমালিকা ফেরদৌসি, কাউন্সিলর নাসিমা বেগম, ব্যবসায়ী নিমাই সাহা, মোহন লাল সাহা, শফিকুল ইসলাম প্রমুখ।