দিঘলিয়া প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ বৈশম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিঘলিয়া উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার ২ নভেম্বর-২৪ সকাল ১০ টা সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ হেকমত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু। পবিত্র কোরআন তেলাওয়াত করেন দিঘলিয়া কেন্দ্রীয় মসজিদের খতিব কারী মাওঃ আব্দুল্লাহ। পবিত্র গীতা পাঠ করেন উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের জুনিয়ার অফিসার হিসাব উজ্জল রায় চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সেখ মোহাম্মদ আলী, এ সময় দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায় সমিতির নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ হুমায়ুন কবির বাবুল, আয়নুল কবির, নূর জাহান জেসমিন প্রমুখ।
এর পূর্বে র ্যালী পরবর্তী জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন ও সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
দিঘলিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
Leave a comment