
দিঘলিয়া প্রতিনিধি : লগি-বৈঠার তান্ডবে যারা শহীদের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত করেছিল তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসীবাদী সরকারের লগি-বৈঠার তান্ডব দিবস উপলক্ষে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান একথা বলেন।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলার জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, উপজেলা সেক্রেটারি মাওঃ মুশফিকুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়নের আমির মাওঃ দেলোয়ার হোসেন, বারাকপুর ইউনিয়ন আমির মোঃ শওকত মোড়ল, সেনহাটি ইউনিয়ন আমির মোল্লা শফিকুর রহমান, গাজিরহাট ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল কাদের, শ্রমিক কল্যাণ উপজেলা সহ-সভাপতি মোল্লা খলিলুর রহমান ও আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবিতে দিঘলিয়া হাসপাতালের সামনে হতে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার মোড়ে এসে শেষ হয়।

