দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার দক্ষিণ চন্দনীমহল তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কথা-কাটাকাটি হয় একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ত্রাসের প্রতিবাদে এলাকাবাসী প্রতিবাদ মিছিল করে। সংবাদ পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ও নৌবাহিনী কন্টিনজেন্ট ঘটনাস্থলে পরিদর্শন করেন। এলাকাবাসী ও দিঘলিয়া থানা পুলিশ জানায়, সোমবার রাতে এলাকায় কিছু স্কুল কলেজ পড়ুয়া ছাত্রের সাথে খেলার সময় চিহ্নিত কিশোর গ্যাং দের সাথে মারামারি হয়।সংবাদ পেয়ে এলাকার লোকজন ঘটনার মিমাংসা করে দেয়। মিমাংসা হলেও পরর্বতীতে ঘটনার জের ধরে এলাকায় অপরাধী কিশোর গ্যাং লাঠিসোটা ও দেশিও অস্ত্র চাপাতি নিয়ে জনপদে ঢুকে আতংক সৃষ্টি করে এলাকার বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করে।