
দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেনহাটি ইউনিয়ন হাজিগ্রামে মাদক ব্যবসায়ী ইয়াবা সহ আটক। গত বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯ টায় ২ নং হাজীগ্রাম বাইসুমার খেয়া ঘাট সংলগ্ন (ধানের চাতাল) এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। উক্ত অভিযানকালে দিঘলিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: তামিম (২০) কে ইয়াবা বেচার সময় ৩৬ পিচ ইয়াবাসহ আটক করা হয়। জব্দকৃত মাদকসহ আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার বলেন, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

