দিঘলিয়া প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে নির্বাচনী সহিংসতার ঘটনায় আরও ১ টি মামলা হয়েছে। সেনহাটি ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী (আনারস) গাজী জিয়াউর রহমান ওরফে জিয়া গাজীর বোন লিমা বেগম বাদী হয়ে ফারহানা হলিমকে প্রধান আসামী করে ৫০ জনকে আসামী করে থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ১০। তাং ১৪/০৯/২০২১।এ দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারহানা হালিম তাঁর সমর্থকদের উপর হামলার ঘটনায় গতকাল ১৩ সেপ্টেম্বর জিয়া গাজীসহ ৫১ জনের নামে দায়ের করা মামলায় আজ ১৪ সেপ্টেম্বর (সোমবার) খুলনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালত থেকে ৪০ জন জামিন নিয়েছেন।১২ সেপ্টেম্বর স্বতন্ত্র প্রার্থী গাজী জিয়াউর রহমানের নির্বাচনী কর্মীদের উপর ফারহানা হালিমের সমর্থকদের একের পর এক হামলা এবং গণসংযোগে বাধা সৃষ্টি নিয়ে প্রতিরোধে ফারহানা হালিমের সমর্থক মিজান মল্লিক, বাবু গাজী ও মনিরুল গাজী আহত হয়। এ ঘটনার জের ধরে একই দিন রাতে চন্দনীমহলে নির্বাচনী অফিস ভাঙ্গচুরের সময় অফিসে বসে থাকা জিয়া গাজীর এক কর্মীকে মারাত্নক খুন জখম করে। আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশের টহল এবং নজরদারী বৃদ্ধি করা হয়েছে।