দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলা সেনহাটি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।গত শুক্রবার রাত ৮ টার সময় কাটানিপাড়া বালুর মাঠে সভায় সভাপতিত্ব করেন ৯ নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিপ্লব হোসেন পরিচালনায় ৯ নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, প্রধান অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, ৯ নাম্বার ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফেরদাউস, সাধারণ সম্পাদক মনসুর আলী, দিঘলিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোল্লা কুদ্দুস হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মেহেদী হাসান, সদস্য সচিব শেখ হেদায়েত হোসেন, তৌহিদুজ্জামান সোহাগ, মিলন, কাউসার, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু দাউদ উজ্জল, মুক্তি মাহামুদ, রূপচাঁদ, শাহ আলম, কামাল হোসেন প্রমূখ। বক্তারা বলেন দেশকে এগিয়ে নিতে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দলকে সংগঠিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।