সিরাজুল ইসলাম, শ্যামনগর : ভ্রমণের মাঝে আমি আমার জীবনের প্রকৃত অর্থ খুজে পাই, তাই আমার জীবনের লক্ষ্য করে নিয়েছি ভ্রমণকে! একজন ট্রায়াথলেট হওয়ায় আমার বেশিরভাগ সময় কাটে, দৌড়, সাতার ও সাইকেলিং করে। সাইকেলে ৬৪ জেলা ঘোরার পাশাপাশি আমি তিনবার ক্রস কান্ট্রি রাইড দিয়েছি। রাইড গুলো হলো টেকনাফ থেকে তেতুলিয়া, আখাউড়া টু মুজিবনগর, হালুয়াঘাট টু কুয়াকাটা ক্রস কান্ট্রি রাইড। সদ্য সমাপ্ত তামাবিল টু ভোমরা স্থলবন্দর ক্রস কান্ট্রি রাইড ছিলো সবচেয়ে রোমাঞ্চকর। আমার এই রাইডের মূল স্লোগান ছিলো ‘মানসিক স্বাস্থ্যের উন্নয়নের সাইক্লিং হোক ঘরে ঘরে।’