জন্মভূমি রিপোর্ট : আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশকে ঘিরে খুলনা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সড়ক, রেল ও নৌ-পথে দূরদূরান্ত থেকে এসেছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের চলাচলের সুবিধার্থে রূপসা ঘাটে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এসময় স্থানীয় বাসিন্দ আলাউদ্দিন বলেন, দেড় যুগ পরে রূপসা নদীতে ফেরি চলছে দেখে সেই পুরোন দিনের কথা মনে পড়ছে। পরোন স্মৃতি মনে কওে ৪ বার যাতায়াত করেছি। রূপসায় ৫টি ফেরী চলাচল করেছে। শুধু রূপসা ঘাটেই নয়, জেলখানা ঘাটে তিনটি ও নগর ঘাটে দুটি ফেরি চলাচল করবে। সবমিলিয়ে খুলনার তিনটি ঘাটে ১০টি ফেরি চলাচল করে।
খুলনা সড়ক ও জনপদ বিভাগ সওজ (ফেরি বিভাগ)’র নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ জানান, প্রধানমন্ত্রীর জনসভায় নির্বিঘ্নে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের আসা-যাওয়ার জন্য আমরা নদীপথে আগের চারটি ফেরির সঙ্গে আরও ৬টি নতুন ফেরি যুক্ত করেছি।