দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গায় ভুয়া এনজিওতে চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গায় একটি বাসা বাড়ি ভাড়া নিয়ে “সিডা” নামে একটি ভুয়া এনজিও সংস্থা দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন থেকে বেকার যুবক-যুবতীদের চাকুরী দেওয়ার নাম করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা বেতন দেওয়ার নামে আবেদন ফি ও জামানাতের নামে জনপ্রতি ২ থেকে ৩ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে পালিয়েছে সিডা এনজিও কর্মকর্তারা। প্রতারণার শিকার ভুক্তভোগী ও এলাকাবাসী সাংবাদিকদের জানান, ধোপাডাঙ্গায় একটি রুম ভাড়া নিয়ে নিম্নমানের কয়েকটি চেয়ার টেবিল সাজিয়ে ভুয়া” সিডা” এনজিওর সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।এর আগে গত ২ মার্চ সাতক্ষীরা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে । ঐ কথিত নিয়োগ বিজ্ঞপ্তিতে সিডা সংস্থার স্যানিটেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটা উপজেলার কর্ম এলাকায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে । এ জন্য সংস্থার ঠিকানা দেওয়া হয় আঞ্চলিক কার্যালয় ও প্রধান অফিস বুধহাটা ,আশাশুনি, সাতক্ষীরা উল্লেখ করা হয় । এখানে প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে ০১ জন, প্রজেক্ট অ্যাকাউন্টেড ৫ জন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার ৩ জন বেতন আলোচনা সাপেক্ষে, ব্রাঞ্চ ম্যানেজার ৫ জন বেতন ২০ হাজার টাকা ,ফিল্ড অরগানাইজার ২৫২ জন বেতন ১০ হাজার টাকা, পিয়ন নাইট গার্ড ৫ জন বেতন ৯ হাজার টাকা, রাজমিস্ত্রি ২২৫ জন বেতন চুক্তিভিত্তিক ,স্যানেটারী মিস্ত্রি ৬০ জন এবং রংমিস্ত্রি ৬০ জন চুক্তিভিত্তিক। এই ভাবে চটকদার বিজ্ঞাপন ও বেতনের প্রলোভনের বিজ্ঞপ্তি প্রকাশ করে গত ২ সপ্তাহ আগে অফিস ভাড়া নিয়ে নিয়োগ আবেদনের কার্যক্রম শুরু করে। ইতিমধ্যে অনেক ইউনিয়নে নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করে বলে ভুক্তভোগীরা জানান। বিষয়টি জানাজানি হওয়ায় গত রবিবার থেকে অফিসের লোকজনের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল বেলা ১১ টার দিক থেকে অফিসে যেয়ে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে ঐ অফিসের নির্বাহী পরিচালক পরিচয় দানকারী নলতার সোহাগ ০১৯৬০৪৪৬৮৩৫ এবং কো-অর্ডিনেটর পরিচয়দানকারী তারালীর সাইফুল ইসলামের ব্যবহৃত ০১৭৬৮১০০১২৩ মোবাইল নম্বরে ফোন দিলেও রিসিপ করেননি।
একাধিক ভুক্তভোগী অনলাইনে আবেদন ফি বাবদ ৩৫০ টাকা এবং অফিস খরচ বাবদ ২০০০ টাকা জমা দেওয়ার কথা স্বীকার করে ।এ ছাড়াও তারা আরো জানায় তাদেরকে দিয়ে গত ১ সপ্তাহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের নাম মোবাইল নাম্বার জোগাড় করে দিতে হয়েছে । তবে বর্তমান তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন বলেন,আমি সরজমিনে তদন্ত করে দেখতে পেলাম সাইনবোর্ড আছে, অফিসে তালা ঝুলছে, কোন কর্মকর্তাকে ওখানে পেলাম না। তিনি আরো বলেন, আমি সাতক্ষীরা জেলা ডিডি মহোদয়ের কাছে ঘটনাটি অবগর্ত করেছি।
দেবহাটায় চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Leave a comment