দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) উপজেলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন সদ্য বদলি আদেশপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান, সহকারী বিআরডিবি কর্মকর্তা সোহরাব হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের অতি অল্প সময়ের ভালকাজের প্রশংসা ও বিদায়ে দুঃখ প্রকাশ করেন। বদলি পরবর্তী কর্মস্থল সুন্দর ও সফলতা বয়ে আনুক সেই কামনা করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা
Leave a comment