সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা সীমান্ত হতে ৫ কোটি টাকার মাদকসহ বিভিন্ন মালামাল আটক করেছে নীলডুমুর ১৭ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
গতকাল রাত সাড়ে ৯ টার দিকে উক্ত মালামাল আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ১৭ নীলডুমুর বিজিবি বুধবার রাত সাড়ে ৯ টার দিকে দেবহাটা সীমান্তে অভিযান চালায়। এ সময় বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে মাদক চোরাচালানীরা দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, ৮ পিস ভারতীয় থ্রী পিচ (সিল্ক), ৬ পিস ভারতীয় শাড়ী (জরজেট), ১৩ জোড়া ভারতীয় শাখা, ১২ পিস ভারতীয় সিঁদুর এবং ১০০ পিস ইমিটেশনের চেইন উদ্ধার করা হয়। চোরাই এসব মালামালের মূল্য ৫ কোটি ১ লাখ ৭ হাজার ৪৫০ টাকা।
জব্দকৃত মাদকদ্রব্য সমূহ নিকটস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং অন্যান্য মালামাল শুল্ক অফিসে জমা দেয়া হয়েছে।
নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বিষঢটি নিশ্চিত করেছেন।