By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
Reading: দেশে ধর্ষণ কমছে!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দেশে ধর্ষণ কমছে!
জাতীয়তাজা খবর

দেশে ধর্ষণ কমছে!

Last updated: 2023/03/29 at 11:53 AM
স্টাফ রিপোর্টার 2 months ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর। স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া এক তরুণীকে তুলে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নিয়ে যান ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। সেখানে ধর্ষণ করা হয় ওই তরুণীকে। এর সপ্তাহখানেক পর নোয়াখালীর বেগমগঞ্জে আরেক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। এমন কয়েকটি ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনায় আলোচনায় আসে ধর্ষণ প্রতিরোধে আইনের সংশোধন। সারাদেশে এ নিয়ে আন্দোলনের পর ২০২০ সালের ১৭ নভেম্বর জাতীয় সংসদে পাস হয় ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল-২০২০’।

নতুন আইনের ৯ (১) উপ-ধারায় ‘যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড- এর স্থলে ‘মৃত্যুদণ্ড- বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের বিধান যুক্ত করা হয়। আইন পাস হওয়ার পর পেরিয়েছে ২ বছর ৩ মাস। পরিসংখ্যানে দেখা গেছে, এই দুই বছরেই ধর্ষণের ঘটনা কমেছে ধারাবাহিকভাবে।

তবে এই ‘কমে আসা’ নতুন আইনের ফলেই কি না, তা নিয়ে সুনির্দিষ্ট মত পাওয়া যায়নি। পুলিশ বলছে, জরুরি সেবা ৯৯৯-এর সুবাদে কমেছে এ ধরনের দুর্ঘটনা।

অন্যদিকে নারী নেত্রীরা বলছেন, অপরাধ কমার তথ্য সঠিক নয়। ধর্ষণের খবর হয়তো আসছে না, তবে ধর্ষণ হচ্ছে ঠিকই।

পত্রিকায় প্রকাশিত সংবাদের তথ্য নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রকাশিত তথ্য মতে, ২০১৯ সালে দেশে ১ হাজার ৩৭০ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। ২০২০ সালে হয়েছেন ১ হাজার ৩৪৬ জন, ২০২১ সালে ১ হাজার ২৩৫ জন। ২০২২ সালে এ সংখ্যা ৯৮৭ জন। চলতি বছরের গত দুই মাসে ৯৮ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন।

অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য বলছে, সারাদেশে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২০১৯ সালে ১ হাজার ৪১৩ জন, ২০২০ সালে ১ হাজার ৬২৭ জন নারী। ২০২১ সালে ১ হাজার ৩২১ জন এবং ২০২২ সালে ধর্ষণের শিকার হন ৯৩৬ জন। ২০২৩ সালের দুই মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৩৫ জন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্যমতে, ২০২১ সালে রাজধানীতে ৫৪৬টি ধর্ষণ মামলা হয়েছে। ২০২২ সালে হয়েছে ৪৩১টি মামলা। অর্থাৎ ঢাকায় ধর্ষণের মামলা কমেছে ১১৫টি।

পরিসংখ্যান অনুযায়ী কমেছে ধর্ষণ। এর কারণ জানতে চাইলে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিচালক (কর্মসূচি) নীনা গোস্বামী বলেন, কোনো কারণ বিশ্লেষণ ছাড়া বলা যাবে না। তবে রিপোর্টেড কেসের সংখ্যা কমে আসছে। ২০২১ সালের তুলনায় অবশ্যই কিছুটা কমে আসছে। কারণ আমরা গবেষণা ছাড়া বলতে পারি না। তবে হতে পারে ধর্ষণবিরোধী একটি আন্দোলন হওয়ায় প্রচার হয়েছে। আইনেরও সংশোধন হয়েছে। এসবের প্রভাব পড়েছে।

সংস্থা দুটির তথ্য বিশ্লেষণে দেখা যায়, আইনটি পরিবর্তনের পর গত দুই বছরে দেশে ২৫০ থেকে ৩০০টি ধর্ষণের ঘটনা কমেছে। এক্ষেত্রে আইনের পাশাপাশি প্রভাব পড়েছে ধর্ষণবিরোধী নানান সামাজিক সচেতনতা ও ভুক্তভোগী নারীদের কার্যকর পদক্ষেপ। আগে যেখানে অনেকেই নীরবে এসব ধর্ষণ ও হয়রানি মেনে নিতেন, সেখানে এখন ধর্ষণের শিকার বা হুমকির মুখে পড়লে নেন আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তা।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ধর্ষণের শিকার বা হুমকির মধ্যে পড়ে কোনো নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ সহযোগিতা চাইলে ত্বরিত পদক্ষেপ নেন তারা। ফলে নারীদের সহযোগিতা চাওয়ার পরিমাণও অনেক বেড়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তথ্য অনুযায়ী, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে ২০২০ সালে ৬ হাজার ৩৩১টি ফোন আসে। আর ২০২১ সালে তা দ্বিগুণ বেড়ে হয়েছে ১২ হাজার ১৬৯টি। ২০২২ সালে কল আসে ২০ হাজার ২৫১টি। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৪ হাজার ৫০টি ফোনকল আসে।

পুলিশের সহযোগিতা পেয়ে ২০২১ ও ২০২২ সালে ৯২০ জন ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছেন। ২০২২ ও ২০২৩ সালে ধর্ষণচেষ্টার ঘটনায় ফোনকল আসে ৬১৬টি।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ২০১৭ সালে এ সেবা চালুর পর এতটা জনপ্রিয় ছিল না। আগে নারীরাও এত সচেতন ছিলেন না। ফলে ফোনকলের সংখ্যাও কম ছিল। এখন গৃহকর্মী থেকে উচ্চশিক্ষিত অনেকেই ফোন দেন। আমরাও চেষ্টা করি ধর্ষণের মতো অপরাধে কোনো নারী সহযোগিতা চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে। অধিকাংশ ক্ষেত্রে আমরা সফল হয়েছি। এটার এক ধরনের প্রভাব হয়তো পড়েছে ধর্ষণের ঘটনা কমার ক্ষেত্রে।

তবে বিভিন্ন সংস্থার পরিসংখ্যান দেশের সার্বিক অবস্থার প্রকৃত চিত্র নয় বলে মনে করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম।

তিনি বলেন, ২০২৩ সালে এসে আমরা দেখছি ধর্ষণ কম, কিন্তু আমার কাছে মনে হয় সঠিক তথ্যটা আমরা পাই না। পত্রিকায় যে তথ্য আসে সেটি আমরা জানতে পারি। কিন্তু এটি প্রকৃত চিত্র নয়। বর্তমানে দেশে রাজনীতি নিয়ে নানান হইচইয়ের ফলে ধর্ষণের সংবাদ হয়তো আসছে না। আইনে মৃত্যুদণ্ড হওয়ার পরে পরিস্থিতির উন্নতি হয়েছে তা নয়।

তিনি বলেন, অপরাধ আর ক্ষমতা দুটো হাত ধরাধরি করে পাশাপাশি চলছে। ধর্ষণের সঙ্গে যারা সমাজে প্রভাবশালী তারাই যুক্ত থাকেন। ফলে ধর্ষণের অপরাধ দমন করতে পারছি না। তাই দ্রুত আইনের যথাযথ প্রয়োগ দরকার।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আইনে শাস্তি আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করা হয় বিশেষ কারণে। যে প্রচলিত শাস্তি, তার মাধ্যমে হয়তো অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যখনই আইনের ধারা পরিবর্তন করে শাস্তি বাড়ানো হলো, এরপরই অপরাধ কিছুটা কমেছে। আসলে উদ্দেশ্যই ছিল অপরাধ কমানো। কমেছে, এটি অবশ্যই ইতিবাচক।

জ্যেষ্ঠ এই আইনজীবী আরও বলেন, আইনের আশ্রয় অনেকেই নিতে পারছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে অপব্যবহারও হচ্ছে। এই আইনটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অনেক জায়গায় হয়রানির জন্য মিথ্যা মামলাও হচ্ছে। আদালতে এ সংক্রান্ত যে মামলা আসছে সেগুলো থেকেও আমরা বুঝতে পারি। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে আরও ইতিবাচক পর্যায়ে হয়তো আসবে।

- Advertisement -
Ad image
স্টাফ রিপোর্টার March 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তেরখাদায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
Next Article ছাত্রলীগের ইফতার বিতরণে প্রতিপক্ষের হামলা, আহত ৫
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

May 2023
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
« Apr    
আরো পড়ুন
খুলনাতাজা খবর

নৌকা প্রতিকের বিজয় নিশ্চিতে ভোটারদের দ্বারে-দ্বারে যাবে নগর যুবলীগ

By স্টাফ রিপোর্টার 8 mins ago
তাজা খবররাজনীতি

জেলার প্রতিটি ইউনিটে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী পালনের কর্মসূচি

By স্টাফ রিপোর্টার 19 mins ago
তাজা খবরবাগেরহাট

বাগেরহাটে চোর আখ্যা দিয়ে ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতার নির্যাতন

By স্টাফ রিপোর্টার 29 mins ago
- Advertisement -
Ad imageAd image

এ সম্পর্কিত আরও খবর

খুলনাতাজা খবর

নৌকা প্রতিকের বিজয় নিশ্চিতে ভোটারদের দ্বারে-দ্বারে যাবে নগর যুবলীগ

By স্টাফ রিপোর্টার 8 mins ago
তাজা খবররাজনীতি

জেলার প্রতিটি ইউনিটে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী পালনের কর্মসূচি

By স্টাফ রিপোর্টার 19 mins ago
তাজা খবরবাগেরহাট

বাগেরহাটে চোর আখ্যা দিয়ে ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতার নির্যাতন

By স্টাফ রিপোর্টার 29 mins ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

আইটি ও মেইনটেন্যান্স : Proxima Infotech IT

স্বত্ব © দৈনিক জন্মভূমি

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?