জন্মভূমি ডেস্ক : ভারতের কিছু গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্ট-বিএজে।
আজ শনিবার (১৭ আগস্ট) সংগঠনটির সম্পাদক (মিডিয়া ও পাবলিসিটি) বোরহান উদ্দিন ফয়সাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়।
বিএজে নেতৃবৃন্দ মনে করেন, ছাত্র-জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ইন্ধনে হিন্দুস্তানের কিছু গণমাধ্যম এমন অপকর্মে লিপ্ত হয়েছে।
অবিলম্বে এ ধরনের অসত্য ও বায়োবীয় প্রচারণা বন্ধ করার আহ্বান জানিয়ে বিএজে সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান বলেন, তিলকে তাল করে প্রচার করে ভারতীয় মিডিয়া প্রকারান্তরে তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে বিচ্ছিন্নভাবে যে সহিংস ঘটনা ঘটেছে তা স্রেফ রাজনৈতিক, ধর্মীয় বা সাম্প্রদায়িক নয়।
বিবৃতিতে বিএজে নেতৃবৃন্দ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপকালে সে দেশের সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট করার জন্যে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে আহ্বান জানিয়েছেন তাকে সাধুবাদ জানান।
এ আহ্বানে সাড়া দিয়ে দূরভিসন্ধিমূলক প্রোপাগান্ডা থেকে বিরত থাকারও অনুরোধ জানান নেতৃবৃন্দ।