ফুলতলা প্রতিনিধি : স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ ইউসুপ আলী বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে শুধু একজন ব্যক্তিমাত্র নন, একটি জাতির সমগ্র জীবনের আধার। বাল্যকালেই রবীন্দ্রনাথের সাহিত্য-প্রতিভার প্রকাশ ঘটেছিল। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের শেষদিন পর্যন্ত তাঁর এই প্রতিভার বিকাশ অব্যাহত ছিল। মহামনীষীদের জীবনেও এমন দৃষ্টান্ত বিরল। ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের বিপুল সৃষ্টি-সম্ভারের কণিকামাত্র। দেশ ও কালের সঙ্গে তাঁর চিন্তা ছিল ঘনিষ্ঠভাবে সংযুক্ত। তিনি আরও বলেন, খুলনা তথা ফুলতলার মাটি ধন্য যেখানে তার সহ-ধর্মিনী মৃনালীনি দেবীর স্মৃতি জড়িয়ে আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলতলার দক্ষিণডিহি গ্রামে কবির শ্বশুরবাড়ি ও রবীন্দ্র কমপ্লেক্সে ৩ দিনব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে রবীন্দ্র সাহিত্যে সাধারণ মানুষ বিষয়ের উপর আলোচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. স্বরোচিষ সরকার। বিশেষ অতিথি ছিলেন সরকারি আযম খান কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল, উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। শুভেচ্ছা বক্তৃতা করেন প্রবিণ শিক্ষাবিদ আনোয়ারুজ্জামান মোল্যা, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, এস এম মোস্তাফিজুর রহমান, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও শেখ মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন বাবলু, আলী আজম মোহন প্রমুখ।