জন্মভূমি ডেস্ক : ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের অবহিতকরণ সভা বুধবার বিকেলে সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। প্রধান অতিথি ছিলেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। বিশেষ অতিথি ছিলেন এমআইপিএস টিএইচপি’র এরিয়া সমন্বয়কারী রাজু জবেদ, কার্তিকূল সাহেলা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ দাস, যোগীপোল ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বর মাহফুজা বেগম, জেসমিন সুলতানা, খলিলুর রহমান সুমন ও রুবিনা আক্তার। সভায় কালিপদ দাসকে আহবায়ক, মাহফুজা বেগম, জেসমিন সুলতানা ও শামীম আহমেদকে যুগ্ম আহবায়ক এবং মাহবুবুল হককে সদস্য সচিব ও এম রুহুল আমিনকে যুগ্ম সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির নাম দেয়া হয়েছে ভোটার সচেতন ও সক্রিয় নাগরিক কমিটি। এ কমিটি খুলনার ৩নং আসনে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম করবে।