জন্মভূমি রিপোর্ট : নগরীর বয়রায় বুধবার বেলা ১১টায় ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও মানব পাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক।
পুলিশ কমিশনার বলেন, আপনারা ইসলামের জ্ঞানের আলোয় আলোকিত মানুষ। ইসলাম তো এসেছিল অন্ধকার বিদীর্ণ করে, আইয়ামে জাহেলিয়া যুগের যেখানে নারীর কোন অধিকার ছিল না। জীবন্ত কন্যা শিশুকে কবর দেয়া হতো যেখানে সমাজে সামাজিক রীতিনীতির কোন বালাই ছিল না। সেই বিভ্রান্ত জনগোষ্ঠীর সভ্যতার আলোতে আলোকিত করার জন্য মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব পৃথিবীর মানুষের মুক্তিদাতা রাসূলের শিরোমণি হযরতে রাসূলে আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর প্রবর্তিত ধর্ম গোটা বিশ্বে সভ্যতাকে আলোকিত করেছে। সমাজে নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও মানব পাচার রোধে পুলিশের পাশাপাশি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যে কোন ধরণের সামজিক সমস্যা নিরসনে পারিবারিক মূল্যবোধে প্রাধন্য দিতে হবে। যৌতুক সামাজিক ব্যাধি তাই নিরসনে সামাজিক নিরাপত্তার অভাব একটি অন্যতম কারণ। নারী ও শিশু পাচার রোধে সবার আগে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া জরুরি। এক্ষেত্রে নারী শিক্ষার প্রসার এবং সচেতনতা বাড়াতে হবে। যে কোনো মূল্যে নারী ও শিশু পাচার বন্ধ করতে হবে। নারী ও শিশু পাচার রোধে আলেম সমাজও জনসচেতনতা সৃষ্টি বড়ো ধরনের ভূমিকা নিতে পারে।
উক্ত আলোচনা সভায় বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ জালাল আহমদ সভাপতিত্ব করেন এবং এ সময় ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।