যশোর অফিস : চাঁদপুরে জাহাজে ৭ নাবিক হত্যার ঘটনায় শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করায় কর্মচাঞ্চল্য বেড়েছে যশোরের নওয়াপাড়া নৌ বন্দরের নৌ যান শ্রমিকদের। সরকারের আশ্বাসে শনিবার রাতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। এর আগে গত শুক্রবার হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারসহ নানা দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন নৌ যান শ্রমিক ফেডারেশন।
কর্মবিরতি প্রত্যাহার করায় রোববার সকাল থেকে নওয়াপাড়া নৌ বন্দরের বেড়েছে পণ্যবাহী লাইটার জাহাজ ও ট্রলার। বন্দরে আটকা পড়া ৩ শতাধিক লাইটার জাহাজে পণ্য উঠানামা করছেন শ্রমিকরা। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে তাদের মাঝে।
নওয়াপাড়া নৌ বন্দর দিয়ে সার, চাল, ডাল, পাথর, কয়লাসহ অন্যান্য মালামাল আনা-নেওয়া করা হয়ে থাকে। দুই দিনের কর্মবিরতির ফলে খুব বেশিপ্রভাব পড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এর আগে গত ২৩ ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে সাত খুনের প্রকৃত ঘটনা উদঘাটন, ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশ লক্ষ টাকা আর্থিক সহায়তা ও নৌপথে চুরি ও ডাকাতি বন্ধসহ নিরাপত্তা জোরদারের দাবিতে নওয়াপড়া নৌ বন্দরসহ সারা দেশে কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ নৌ যান শ্রমিক ফেডারেশন।