
জন্মভূমি রিপোর্ট : নগরীর খুলনা সদর থানাধীন হোটেল ওয়েস্টার্ন ইন এর একটি কক্ষ হতে ৪০/৪২ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার হয়েছে। তিনি ওই রুমের একটি সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেল চার টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
রাত ৮ টা পর্যন্ত সময়ের মধ্যে পুলিশ রহস্যময় ওই নারীর সঠিক নাম-ঠিকানার সন্ধান করছিলেন। হোটেল কক্ষ থেকে পুলিশ একটি জন্ম নিবন্ধন কার্ড উদ্ধার করেছে। সেখানে নিহতের নাম শান্তা। হোটেলের রেজিস্টারে তিনি নাম লিখেছেন আসমা। সম্প্রতি তিনি হোটেল পার্ক এবং হোটেল এ্যাম্বাসেডরেও থেকেছিলেন। কিন্তু সেখানকার বিল পরিশোধ না করে তিনি পালিয়ে যান। থানা পুলিশের কাছ থেকে এ তথ্য জানা গেছে।
মাঝ বয়সী ওই নারী বৃহস্পতিবার ভুল নাম-ঠিকানা উল্লেখ করে হোটেলের ২০৮ নাম্বার রুমে ওঠেন। তিনি একাকি ছিলেন। শুক্রবার দপুর পেরিয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশ কে অবহিত করেন। কক্ষটির ভেতর থেকে সিটজকানি দেয়া ছিল। সিটকানি ভেঙ্গে পুলিশ সদস্যরা সেখানে প্রবেশ করেন এবং নিহত নারীকে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দেয়া অবস্থা থেকে উদ্ধার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই এবং অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পৃথক দুটি টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছিলেন। নিহতের নাম-পরিচয় শনাক্তের জন্য তার হাতের আঙ্গুলের ছাপ নিচ্ছিলেন।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম শুক্রবার রাত ৮ টার দিকে দৈনিক জন্মভূমিকে বলেন, নিহতের পরিহিত ছিল সেলেয়ার ও কামিজ। তিনি ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে হোটেলে ওঠেন। মরদেহের সুরতহাল কাজ শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।